বগুড়ায় আদালতের হাজতখানা থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেনকে বদলি করা হয়েছে। একই কারণে আরও ছয় পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেনকে বদলি করে পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশ হাসপাতালের ইন্সপেক্টর শহিদুল ইসলাম।
প্রত্যাহারকৃত ছয় পুলিশ সদস্য হলেন, আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপ–পরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক, কনস্টেবল দেলোয়ার হোসেন, কনস্টেবল দুলাল মিয়া ও কনস্টেবল জাকির হাসান।
এর আগে, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে জেলা কারাগারে পাঠানোর আগে রফিকুল ইসলাম নামের এক আসামি কৌশলে পালিয়ে যায়। সে সময় তাঁর হাতে হ্যান্ডকাপ ছিল না। পরে জানা যায়, কৌশলে হ্যান্ডকাপ খুলে পালান তিনি।
রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। পালানোর একদিন পর, মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আদমদিঘী উপজেলার বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে পুনরায় গ্রেপ্তার করে।
বগুড়ায় হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় কোর্ট ইন্সপেক্টর বদলি
