বগুড়ার শেরপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ষষ্ঠ দিনে গড়ালেও সমাধানের কোনো লক্ষণ নেই। ছয় দফা দাবিতে তারা সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এ কর্মসূচির ফলে উপজেলার বিভিন্ন এলাকায় টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে শিশুস্বাস্থ্য সেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় অভিভাবক ও সাধারণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
স্বাস্থ্য সহকারীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় বিজ্ঞান বিষয়ে স্নাতক সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, প্রশিক্ষণপ্রাপ্তদের ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল মর্যাদা নিশ্চিত করা, পদোন্নতিতে ধাপে ধাপে উচ্চতর গ্রেড প্রদান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।
তারা বলেন, “আমরা দেশের প্রান্তিক জনগণের দ্বারে গিয়ে স্বাস্থ্যসেবা দিচ্ছি, অথচ ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।”
এদিকে দীর্ঘ কর্মবিরতির কারণে শিশু টিকাদান ও মাতৃস্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ সরকারের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন