জামালপুরের সরিষাবাড়ীতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার তিন ঘণ্টা পর বিশাল মিয়া (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর পৌর এলাকার শিমলা বাজারের সুমন ফার্মেসিতে এই ঘটনা ঘটে।
নিহত বিশাল আওনা ইউনিয়নের কাবারীয়াবাড়ী গ্রামের সাগর মিয়ার ছেলে। সে আর ডি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং পড়ালেখার পাশাপাশি সুমন ফার্মেসিতে কর্মরত ছিলেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাস এবং তার পরবর্তী আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও নিহতের বাবা সাগর মিয়া জানান, সোমবার বিকেলে বিশাল তার ফেসবুক আইডিতে ‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি’ এমন একটি স্ট্যাটাস দেন। পরে ঘুমের কথা বলে ফার্মেসির বিশ্রামাগারে ঢুকে। কিছুক্ষণ পর ফার্মেসি মালিক সুজিত কুমার রায় তাকে ডাকতে গেলে দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে গেলে বিশালকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী জানান, সন্ধ্যার পর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, তবে হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল হাসান জানান, আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।


