পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের চরকালাইয়া গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক (৩০) নারীকে ধর্ষণের অভিযোগে জালাল হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে ওই নারী বাড়িতে একা থাকে; তখন জালাল হাওলাদার তার ঘরে প্রবেশ করে বলে অভিযোগ পাওয়া যায়। নারীর চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে বাড়ি ঘিরে ফেলে। পরে স্থানীয়দের সঙ্গে পুলিশ এসে রাত একটার দিকে জালালকে গ্রেপ্তার করে।
বাউফল থানা পুলিশের পরিদশর্ক (তদন্ত) মো. আতিকুল ইসলাম ঘটনার কথা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় থানায় ধর্ষণের একটি মামলা হয়। মামলায় অভিযুক্ত জালাল হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


