বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিরেন চন্দ্র মহন্ত (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, তিনি শাজাহানপুর থানায় চলতি বছরের ২৮ সেপ্টেম্বরে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ছিলেন।
গ্রেপ্তারকৃত বিরেন চন্দ্র মহন্ত মৃত হরেন চন্দ্র মহন্তের ছেলে এবং চকজোড়া হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটার দিকে শাজাহানপুর থানাধীন চকজোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।


