তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বিটিভিকে স্বায়ত্তশাসিত করা হচ্ছে, যাতে এটি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের প্রতিনিধিত্ব করতে পারে। তিনি বলেন, বিটিভি যেন কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়, সে বিষয়েও সরকার সতর্ক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, “নতুন বাংলাদেশে নতুন কুঁড়ির যাত্রা শুরু হয়েছে। এটি তরুণ প্রজন্মের জন্য একটি নতুন দিগন্ত।” তিনি আরও বলেন, বাংলাদেশ বহু ভাষা ও সংস্কৃতির দেশ, তাই ভবিষ্যতের সাংস্কৃতিক কাঠামোয় সব ধর্ম-বর্ণের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে।
২০২৫ সালের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মাহফুজ আলম বলেন, তরুণদের প্রতিভা ও উদ্ভাবনী শক্তিই নতুন বাংলাদেশের পথ দেখাবে।


