সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারীদের বাদ দিয়ে উন্নয়নের কথা ভাবা ভুল হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সেনাপ্রধান বলেন, দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে এবং নীতি-নৈতিকতার সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে।
এই অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেটদের পাশাপাশি স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাপ্রধানের বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরা হয় যে, সমাজ ও দেশের উন্নয়নে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


