রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো শহরে সতর্ক অবস্থায় আছে।
এ পরিস্থিতিতে রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।
সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে তিনি বলেন, রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং শহরের সাধারণ মানুষ নির্ভয়ে চলাচল করতে পারেন। এ জন্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া আছে।
এ সময় তিনি ডিএমপি কমিশনারের গুলি করার নির্দেশ নিয়ে ভুল ব্যাখ্যার বিষয়টিও পরিষ্কার করেন। তিনি বলেন, ককটেল নিক্ষেপ হলেই গুলি করার নির্দেশ নয়; আইনে কোন পরিস্থিতিতে গুলি করা যাবে, সেটিই উল্লেখ করা হয়েছে। আইন মেনেই গুলির কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
ডিএমপির কর্মকর্তা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সদস্যরা নিয়ম ও প্রটোকল অনুসরণ করেই দায়িত্ব পালন করছেন।


