রাজধানীতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে দুটি এক্সকাভেটর সঙ্গে নিয়ে ধানমন্ডি-৩২ নম্বরের দিকে রওনা হন ঢাকা কলেজের একদল শিক্ষার্থী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার পর মিছিল নিয়ে তারা কলেজ এলাকা থেকে যাত্রা শুরু করেন। তাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির উদ্দিন রিয়নসহ আরও কয়েকজন।
মিছিলটি ধানমন্ডির দিকে অগ্রসর হওয়ার সময় শিক্ষার্থীদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড। পথে তারা ‘লীগ ধর জেলে ভর’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘৩২-এর আস্তানা এই বাংলায় হবে না’—এ ধরনের স্লোগান দিতে থাকেন। ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজ এলাকা থেকে ছাড়া পাওয়া দুটি এক্সকাভেটর নিয়ে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা পৌঁছান ধানমন্ডি-৩২–এর সামনে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা কলেজ এলাকায় কুশপুতুল পোড়ানো ও অবস্থান কর্মসূচির প্রস্তুতি চলছিল। ওই কর্মসূচির পরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে ধানমন্ডির উদ্দেশে রওনা হন।


