ফরিদপুরে জুলাই আন্দোলনের সময় ছাত্র–জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলায় জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ ফয়েজ আহম্মেদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার একটি দল। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শেখ ফয়েজ ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও চ্যানেল এসটিভির ফরিদপুর জেলা প্রতিনিধি। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা এবং শেখ মানিকের ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, “২৪–এর আন্দোলনে শেখ ফয়েজ ছাত্র–জনতার ওপর হামলা করেছে। মামলায় তিনি অন্যতম আসামি। আমরা মানববন্ধন করলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উত্তেজনাকর পোস্ট দিচ্ছিলেন।”
ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, “তিনি এতদিন পলাতক ছিলেন। বুধবার সন্ধ্যায় আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”


