বগুড়ার শেরপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘
একসঙ্গে গড়ি সমৃদ্ধ শেরপুর–ধুনট’ এই স্লোগানকে সামনে রেখে এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সামাজিক উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী শেরপুর ও ধুনট উপজেলার মোট ৩৬৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার এই উদ্যোগ গ্রহণ করেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার মহিলা কলেজের ৩৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। তিনি তাঁর বক্তব্যে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও নারীর ক্ষমতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
তিনি বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থা বহুধারায় বিভক্ত। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার কাঙ্ক্ষিত মান আমরা অর্জন করতে পারছি না। গুণগত শিক্ষা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে সাবেক এই সাংসদ আরও বলেন, “নবীজীর সময়েও নারীরা ব্যবসা করেছেন, ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধ করেছেন। অথচ বর্তমানে একটি মহল নারীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টায় লিপ্ত। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নারী শিক্ষার কোনো বিকল্প নেই। নিজেদের মর্যাদা রক্ষায় নারীদেরই সোচ্চার হতে হবে।”
অনুষ্ঠানের উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন।আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদপত্র, ডায়েরি, মগ, ল্যাপটপ ব্যাগ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


