রাজধানীর পুরান ঢাকার চকবাজারে তিনতলা একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। সোমবার (০১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর পরই লালবাগ স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পর আরও পাঁচটি ইউনিট সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
স্থানটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুনের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তবে আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।


