চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকার মহানন্দা টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামের এক যাত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা মনাকষা থেকে জেলা শহরগামী একটি সিএনজি তল্লাশির সময় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আটক রয়েল হাসান শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা মাদরাসা বাজার এলাকার বাসিন্দা এবং মৃত আল মামুনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে সিএনজিতে থাকা যাত্রী রয়েল হাসানের দেহ তল্লাশি করে বিদেশি ওই পিস্তল, গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, উদ্ধার করা পিস্তলটি আমেরিকান তৈরি। ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


