সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে, স্বামী শহিদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে সকাল থেকে জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি শুরু হয়। সকাল পৌনে বারোটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, নির্ধারিত স্থানে কবরের মাপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, জানাজা ও দাফনের সময়সূচি অনুযায়ী সব আয়োজন ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে।
খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন।
এদিকে, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
সচিব আরও জানান, মঙ্গলবার দিনভর বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাখা হবে। বুধবার সকালে সেখান থেকে মরদেহ নেওয়া হবে জানাজার স্থানে, মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেগম খালেদা জিয়ার শেষ বিদায় ঘিরে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের আয়োজনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।


