সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে এসে কথা বলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিদেশে বসে দেওয়া বক্তব্যে কেউ শঙ্কিত হবে না।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক সাংবাদিক জানতে চান, পার্শ্ববর্তী দেশে অবস্থানরত শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন, তা ভোটারদের মধ্যে ভীতি তৈরি করতে পারে কি না।
এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দূরে বসে দেওয়া কথাবার্তায় সাধারণ মানুষ শঙ্কিত হবে না। তাঁর মতে, সাহস থাকলে দেশের ভেতরে এসে আইনের আওতায় থেকে কথা বলাই উচিত।
তিনি আরও বলেন, দেশের বাইরে অবস্থান করে দেওয়া বক্তব্যের বাস্তব কোনো গুরুত্ব নেই। দেশে এসে কথা বললেই তার গ্রহণযোগ্যতা থাকবে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বাহিনীর ১০৪তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


