বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত চলা এই অভিযানে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন মো. রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদ। সেনাবাহিনী জানিয়েছে, তাঁরা শিবগঞ্জ এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শিবগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক তৎপরতা নিয়ন্ত্রণে চলমান নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোকামতলা এলাকায় শিবগঞ্জ সেনা ক্যাম্পের একটি টহল দল অভিযান চালায়।
ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে কুড়াল, ছুরি ও রামদা। পাশাপাশি আটক ব্যক্তিদের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিন জানান, আটক তিনজন এবং উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ প্রক্রিয়া জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


