কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন বিএনপির নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল। প্রতীক হিসেবে হাঁস পাওয়ার পর তিনি বলেছেন, হাঁসকে ধান খাইয়ে এই আসনে জয়ী হয়ে বিজয়টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নিজের অবস্থান ও নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন শেখ মুজিবুর রহমান ইকবাল।
তিনি বলেন, হাঁস প্রতীক নিয়ে ধানের শীষের প্রার্থীকে পরাজিত করেই তিনি জয়ী হবেন। তার ভাষায়, এই লড়াই শুধু একটি আসনের নয়, এটি দলের ভেতরের ন্যায়বিচার ও ত্যাগের স্বীকৃতির লড়াই।
প্রতীক পাওয়া নিয়ে নিজের ক্ষোভের কথাও তুলে ধরেন তিনি। শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, প্রথমে তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছিল। কিন্তু পরে রাতের আঁধারে একজনকে দলে যোগদান করিয়ে সেই প্রতীক তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই পরিস্থিতিতেই জনগণের দাবির মুখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল জানান, প্রায় ২৫ বছর ধরে তিনি সক্রিয়ভাবে মাঠের রাজনীতিতে যুক্ত। দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের সুফল অন্য কেউ নিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল থেকে শুরু করে দলের অধিকাংশ নেতাকর্মী তার পাশেই আছেন বলে তিনি দাবি করেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন। জনগণই তার মূল শক্তি, আর জনগণের রায়েই তিনি বিজয়ী হবেন—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।


