বগুড়ার আদমদীঘিতে শয়নঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বড় জিনুইর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফাত্তা বেগম (২৫)। তিনি ওই গ্রামের মোহাম্মদ মোমিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ হয়। মঙ্গলবার সকালে স্বাভাবিক সময়েও দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে জানালা ভেঙে ঘরে ঢুকে শয়নঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফাত্তা বেগমের মরদেহ ঝুলতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। সোমবার রাতের ঝগড়ার পর ফাত্তা বেগম একাই ঘরে ছিলেন বলে স্থানীয়দের ধারণা। তবে ঘটনার পর থেকে তার স্বামী মোহাম্মদ মোমিন পলাতক রয়েছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


