বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনীর একটি বিশেষ দল। অভিযানে বয়রা দীঘি গ্রামের বাসিন্দা আহাদ আলীর ছেলে সাজ্জাদকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আটক সাজ্জাদ শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযানকালে তার কাছ থেকে একটি জার্মান তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার পর এলাকায় আরও অস্ত্র ও সংশ্লিষ্টদের সন্ধানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


