অন্বেষণ ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আবারও সুখবর পেলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল নিলাম ও পরবর্তী সময়ে তাকে দল থেকে বাদ দেওয়া নিয়ে গত তিন সপ্তাহ ধরে দেশের ক্রিকেটাঙ্গনে যে আলোচনা-সমালোচনা চলছিল, তার মাঝেই এই ইতিবাচক খবরটি এল। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোলারদের সাপ্তাহিক যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে, সেখানেই তার এই উন্নতির চিত্র ফুটে উঠেছে।
গত কয়েক সপ্তাহ ধরে মোস্তাফিজুর রহমানকে ঘিরে নানা জল্পনা থাকলেও তিনি নিজেকে বিতর্ক থেকে দূরে রেখেছিলেন। আইপিএল ইস্যুতে গণমাধ্যমে একটি কথাও বলেননি এই বাঁহাতি পেসার। ভক্ত ও বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও তিনি বজায় রেখেছেন পূর্ণ নীরবতা। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের খেলা না থাকায় ক্রিকেটাররা দীর্ঘ বিরতি কাটাচ্ছেন।
মাঠের খেলার বাইরে থাকলেও পূর্বের পারফরম্যান্সের পরিসংখ্যানের বিচারে এগিয়ে গেছেন ‘দ্য ফিজ’। আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের তালিকায় তিনি এক ধাপ উন্নতি লাভ করেছেন। বর্তমানে তিনি বিশ্বের বাঘা বাঘা বোলারদের পেছনে ফেলে সপ্তম স্থানে অবস্থান করছেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৬৫, যা তাকে সেরা দশে টিকিয়ে রাখতে সহায়তা করেছে।
লক্ষণীয় বিষয় হলো, মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারই বর্তমানে সেরা দশে নিজেদের জায়গা ধরে রাখতে পারেননি। বাংলাদেশি বোলারদের মধ্যে তার পরেই রয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তবে মুস্তাফিজ এগোলেও শেখ মেহেদী এক ধাপ পিছিয়েছেন। ৬৩৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন তালিকার ১৪ নম্বরে অবস্থান করছেন।
এছাড়া বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেনও সেরা বিশের মধ্যে রয়েছেন। ৬১৯ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ১৭তম। অর্থাৎ, আইসিসির এই টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের সেরা বিশে বাংলাদেশ থেকে কেবল এই তিনজন বোলারই প্রতিনিধিত্ব করছেন। বাকিরা তালিকার বেশ পেছনেই অবস্থান করছেন।
অন্যদিকে, বিশ্বমঞ্চে বোলারদের আধিপত্যের চিত্রে শীর্ষ চারে কোনো রদবদল হয়নি। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাজত্ব করছেন ভারতের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তার ধারের কাছে আপাতত কেউ নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, যার রেটিং পয়েন্ট ৭৩৭।
তালিকার তৃতীয় স্থানটি দখলে রেখেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২ পয়েন্ট) এবং চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি (৬৯১ পয়েন্ট)। তবে শীর্ষ পাঁচে একটি পরিবর্তন এসেছে। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। খেলার বিরতির মাঝেও মুস্তাফিজের এই ব্যক্তিগত অর্জন নিঃসন্দেহে তার আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে।


