রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বাজার এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকানিরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বাজার এলাকায় ব্যাপক হইচই শুরু হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পর প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় পরে আরও দুটি ইউনিট যোগ করা হয়।
ঘটনার সময় বাজারে লোকজন থাকলেও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিস।


