দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মায়েদের ইজ্জত ও মর্যাদা তাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান, আর সে মর্যাদায় আঘাত এলে নীরব থাকা হবে না।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াত আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মণিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে বিপুলসংখ্যক নারী কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান বলেন, যারা মায়েদের গায়ে হাত তুলেছে বা অপমান করেছে, তাদের উচিত ক্ষমা চাওয়া। তার ভাষায়, আল্লাহ ক্ষমাশীল, তবে অন্যায়ের পরিণতির দায় এড়ানো যাবে না। তিনি বলেন, “আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের সম্মান অনেক বড়। কেউ যদি সেই সম্মানে হাত বাড়ায়, আমরা গালে হাত দিয়ে বসে থাকব না।”
তিনি আরও বলেন, মায়ের সন্তানেরা প্রয়োজনে গর্জে উঠবে এবং যেকোনো মূল্যে মায়েদের মর্যাদা রক্ষা করা হবে। এ ক্ষেত্রে তিনি দুটি পথের কথা উল্লেখ করেন, একটি হলো নিজেকে সংশোধন করে মায়েদের সম্মান করা, অন্যটি হলো পরিস্থিতির দায় নিজ কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত থাকা।
সমাজব্যবস্থা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা কোনো মাতৃতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক সমাজ চান না; বরং নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে একটি মানবিক সমাজ গড়তে চান। ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য তারা সমর্থন করেন না বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত। তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে কার আচরণ, কাজ ও অবস্থান কেমন, তা জনগণের সামনে স্পষ্ট। সেই বিবেচনাতেই ১২ তারিখের ভোট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেটা ডেসক্রিপশন: মিরপুরে জামায়াতের নারী সমাবেশে আমির শফিকুর রহমান বলেন, মায়েদের গায়ে হাত দিলে তারা চুপ থাকবে না এবং যেকোনো মূল্যে মায়েদের মর্যাদা রক্ষা করা হবে।


