মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ৮ জন আহত হয়েছেন। মেহেরপুরের গাংনী এলাকাতে ভুট্টা বোঝাই ট্রাকের ধাক্কায় নারীসহ ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে গাংনী শহরের চৌগাছার দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় আহতরা হলেন, গাংনী উপজেলার কাথুলী গ্রামের মো: মামুনের স্ত্রী মোছা: শাবানা খাতুন (৩৫), কুল বাড়িয়া গ্রামের মো: আকলেচুরের স্ত্রী মোছা: খাদিজা খাতুন(৪৮), ধলা গ্রামের মো: রকিবের ছেলে নাঈম (১৬), মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের মো: আনিস আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৬), একই এলাকার মৃত মো: আকছের আলীর ছেলে ভোলা (৪৮), মৃত মো: রফিকের ছেলে আসাদুল (৪০), মৃত মো: মুরাদের ছেলে সাজেদুল (৫০) ও কুষ্টিয়া শহরের মো: হাসিবের ছেলে নাঈম (২৪)।
এলাকাবাসী জানায়, গাংনী বাজারের সামনে একটি লেগুনা দাঁড়িয়েছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ভুট্টা বোঝাই ট্রাক এসে লেগুনাটিকে ধাক্কা দেয়। লেগুনাটি ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়। ভুট্টা বোঝাই ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টে যায়। স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো: হাবিবুর রহমান জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মো: আসাদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।