শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি :

শোকজের জবাব দিলেন নওগাঁ ২ আসনের দুই প্রার্থী

বিশেষ সংবাদ

শোকজের জবাব দিলেন নওগাঁ দুই আসনের দুই প্রার্থী। নওগাঁ আদালতে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে জবাব দিলেন সরকার দলীয় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার। একই সময় জবাব দিতে এসেছিলেন জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. তোফাজ্জাল হোসেন। তারা দুজনেই নওগাঁ-২ আসন থেকে প্রতিদ্বন্দিতা করছেন।

রোববার আদালত নির্ধারিত সময় দুপুর ১২টায় আসেন দুই প্রার্থী। এ সময় আদালতের কাছে নিজ নিজ অভিযোগের বিষয়ে লিখিত জাবাব দেন তারা।

আদালত থেকে বের হয়ে এসব বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি নওগাঁ-২ আসনের এমপি শহিদুজ্জামান সরকার।

তবে আদালতে কাছে লিখিত বক্তব্যে তিনি শোকজের জবাব জানিয়েছেন, ব্যাখ্যা প্রদানের নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, আমার অতি উৎসাহি কতক নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ আমার অজ্ঞাতে আবেগের বশবর্তী হয়ে জনগনের চলাচলের সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকতে পারেন। উক্তরুপ কার্যের কারনে আমি গভীরভাবে মর্মাহত ও নিঃশ্বর্ত ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে উক্ত কার্য যেনো না হয় সেদিকে আমি শতর্ক দৃষ্টি রাখব।

অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. তোফাজ্জাল হোসেন সাংবাদিকদের জানান, তার নির্বাচনী এলাকায় বেশ কিছু রঙ্গিন বিলবোর্ডের কারনে তাকে শোকজ করা হয়েছিলো। তবে তিনি লিখিত জবাবে আদালতকে জানিয়েছেন, এসব বিলবোর্ড অনেক আগের। এবং এগুলোতে নিবাচনী কোন প্রচারনা মূলক শব্দ ছিলোনা। তাই শোকজের সন্তোশ জনক ব্যাখ্যা প্রদানের কারনে আদালত তার উপর সন্তোষ্ট হয়ে অভিযোগ থেকে অব্যহতি দিয়েছেন। একই সাথে আগামীতে নির্বাচনী আইনের সকল ধারা কঠোর ভাবে মেনে চলার নির্দেশও দেয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, গত ৫ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে এই দুই প্রার্থীকে শোকজ করে কারন দর্শানোর নির্দেশ দেন নির্বাচনী অনুষন্ধান কমিটির চেয়ারম্যান আহসান হাবিব।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরলেও, আলুর বাজার চড়া

বাজারে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম শুরু করেছে। তবে বাজারে আলুর সরবরাহ সংকটের অজুহাত দিয়ে ব্যবসায়ীরা এখনও বেশি দামেই বিক্রি করছে আলু। শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর...

পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরলেও, আলুর বাজার চড়া

বাজারে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম শুরু করেছে। তবে বাজারে আলুর সরবরাহ সংকটের অজুহাত দিয়ে ব্যবসায়ীরা এখনও বেশি দামেই...

সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবো: আইনজীবী পান্না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেড আই খান পান্না। এ বিষয়ে তিনি...

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।...