বগুড়ায় উৎপাদনশীলতা উন্নয়নের বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ শুরু করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আল-মারুফ।
বিসিক বগুড়া কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (একেএম) মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো: সাজিদুল ইসলাম।
প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী হিসেবে ছিলেন ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশনের ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মোছা: আবিদা সুলতনা।
বগুড়ায় উৎপাদনশীলতা উন্নয়নের প্রশিক্ষণের বিষয়ে বিসিক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। সেখানে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিল্পনগরীর মালিক কিংবা অন্য উৎপাদনের সাথে জড়িত রয়েছেন। এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে তাদের মান উন্নয়নের জন্য। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।