ভারতে বিয়ের অনুষ্ঠানে: খাসির পায়া পরিবেশন না করায় ভেঙে গেল বিয়ে। ভারতে বিয়ের আয়োজন অনুষ্ঠানে খাবার মেনুতে খাসির পায়া না থাকায় ভারতের তেলাঙ্গানা রাজ্যে ভেঙে গেছে বিয়ে। কনের বাড়িতে গত মাসে বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়। কিন্তু ওই বিতর্কিত কাণ্ডকে কেন্দ্র করে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, এই বিয়ের কনে ছিলেন নিজামাবাদের। পাত্র ছিলেন জগতিয়ালের। কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয় গত মাসে। কনেপক্ষ বরযাত্রীদের জন্য নন-ভেজিটেরিয়ান খাবার আয়োজন করা হয়। বিয়ের বাগদান অনুষ্ঠানের পর যখন খাওয়ার পর্ব শুরু হয়, তখন বরযাত্রীরা লক্ষ করেন, কনেপক্ষের পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী খাসির পায়া পরিবেশন করা হচ্ছে না। এ বিষয় নিয়ে কনেপক্ষ ও বরযাত্রীদের মাঝে তুমুল হইচই শুরু হয়।
বরপক্ষ অভিযোগ করে বলেন, কনেপক্ষ ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে এই সত্য গোপন করেছে যে মেনুতে খাসির পায়া নেই। শেষ পর্যন্ত বরের পরিবারের সদস্যরা বিয়ে ভেঙে দেয়।