বাগেরহাটের মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। বাগেরহাটের মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষক মো: শফিজ উদ্দিন চাপরাশিকে (৭৫) পিটিয়ে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে আজ বৃহস্পতিবার বেলা ৪ টার দিকে নিহতের স্ত্রী মোছা: সখিনা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার একমাত্র অভিযুক্ত আসামি গুলিশাখালী গ্রামের মো: মোশারেফ হোসেন তালুকদারকে (৫৫) আটক করেছে।
এর আগে আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে মাঠে গরু চরাতে গেলে একই গ্রামের প্রতিবেশী কৃষক শফিজ উদ্দিনকে পিটিয়ে হত্যা করেন মোশারেফ তালুকদার।
এ বিষয়ে পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় মো: ফারুক শেখের জমিতে ঘাস খাওয়ানোর জন্য মোশারেফ গরু বাঁধেন। এর কিছুক্ষণ পর একই জমিতে মো: শফী উদ্দিন গরু বাঁধতে যান। এ সময় মোশারফ তালুকদার তাকে বলেন, আমার গরুর পাশে গরু বাঁধিস না। এ নিয়ে দুই কৃষকের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে অভিযুক্ত আসামি মোশারফ তালুকদার লাঠি দিয়ে শফি উদ্দিনের মাথায় ও ঘাড়ে আঘাত করেন। এ সময় ঘটনাস্থলেই মো: শফী চাপরাশির মৃত্যু হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি মোশারফ তালুকদারকে আটক করা হয়েছে। নিহতের স্ত্রী এ ঘটনায় একটি হত্যা মামলার দায়ের করেছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।