নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণ, ৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন। নরসিংদীর মাধবদীতে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন হয়েছেন।
আহতরা হলেন, টেক্সটাইল শ্রমিক মো: শামীম মিয়া (৪০), তার স্ত্রী মোছা: আকলিমা বেগম (৩৫), মেয়ে রিয়া মনি (৯) ও সানজিদা (১৮), ছোট ভাই মো: রশিদ মিয়া (৩২) বড় ভাই মো: গাফ্ফার মিয়া (৪০)।
সোমবার (০৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের গদাইরচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠায়।
পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ আলগী এলাকার মো: মানিক মিয়া নামক এক ব্যক্তি ওই গ্রামের কুচক্রীমহলের নেতৃত্বে এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে বে-আইনিভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছিলো। সম্প্রতি মো: শামীম মিয়ার বাড়ির পাশের ড্রেনের মধ্যে দিয়ে বিলকিস নামক এক নারীর বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন মানিক মিয়া।
নরসিংদীতে বিস্ফোরণের বিষয়ে ধারণা করা হচ্ছে, শামীম মিয়ার বাড়ির শৌচাগারের পাইপ দিয়ে অবৈধ সংযোগের লিকেজের গ্যাস বাসা-বাড়িতে ঘরে ঢুকে পড়ে। সকাল বেলা রান্না বসানোর জন্য চুলায় আগুন দিলে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নি সংযোগ হয়।