ঢামেক হাসপাতালে ৫ জমজ শিশুর জন্ম হয়েছে এবং মৃত অবস্থায় জন্ম নেয় এক শিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ৫ জমজ শিশুর জন্ম দিয়েছেন। এরমধ্যে ২ মেয়ে ও ৩ ছেলে।
যদিও ১টি শিশু মৃত অবস্থায় জন্ম নেয়। আর বেঁচে থাকা বাকি ৪ জনের মধ্যে ১ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন পর্যন্ত সবাইকে এনআইসিইউতে রাখা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ঢামেক হাসপাতালে নবজাতক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা ইসলাম বলেন, সোমবার (০৮ জানুয়ারি) ঢাকা মেডিকেলে রুমা আক্তার (২৬) ৫ জমজ সন্তানের জন্ম দেন। তার মধ্যে একটি শিশু মৃত অবস্থায় জন্ম নেয়। জন্মের পরই ৪ নবজাতক শিশুকে এনআইসিইউতে রাখা হয়।
ডা. ফারজানা আরও জানান, যেহেতু শিশুরা ২৮ সপ্তাহে জন্ম নিয়েছে, সে কারণে তারা শারীরিকভাবে অপরিণত রয়েছে। শিশুদের ওজন তুলনামূলকভাবে অনেক কম। তবে এখন পর্যন্ত ৩টি নবজাতক স্ট্যাবল আছে।
একটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার শ্বাসকষ্ট বেশি ও জন্ডিস রয়েছে। বাকি ৩ নবজাতকের জন্ডিস ছিল, তবে এখন আগের থেকে সুস্থ আছে।