চোখের চিকিৎসার জন্য এবার সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব আল হাসান। ভারতে বিশ্বকাপ চলাকালেই চোখের সমস্যায় ভুগছিলেন ক্রিকেটার সাকিব। এরপর নির্বাচনি ব্যস্ততা শেষে চোখের চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন সাকিব। চিকিৎসা শেষে দেশে এসে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে আবারও চোখের সমস্যা হওয়ায় এবার চিকিৎসা’র জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শনিবার (২০ জানুয়ারি) বরিশালের বিপক্ষে নিজেদের ১ম ম্যাচের পরেই অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, এখনো চোখের সমস্যায় ভুগছেন সাকিব। তিনি বলেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। খেলার সময় চোখের সমস্যায় ভুগছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে সাকিব ভাইয়ের চোখ কোন পরিস্থিতিতে আছে।