ময়মনসিংহে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী আঞ্চলিক সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন তালদিঘী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, হালুয়াঘাট উপজেলার ঘোষবেড়া এলাকার মো: আব্দুল লতিফের ছেলে (পিকআপ ভ্যানের চালক) মো: কামরুল ইসলাম (২২), একই উপজেলার সন্ধ্যাকুড়া এলাকার মো: উসন আলীর ছেলে মো: আব্দুল কাদির (৪০) এবং আকনপাড়া গ্রামের মো: রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হন। ফুলপুর থেকে ফায়ার সার্ভিস এবং তারাকান্দা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদির ও মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াজেদ আলী জানান, এ দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনাতে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।