শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

হিরো আলমকে গুলি করে হত্যার হুমকি

বিশেষ সংবাদ

হিরো আলমকে দুইদিনের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার হোয়াটসঅ্যাপে এই হত্যার হুমকি দেওয়া হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আলোচিত ইউটিউবার হিরো আলম তার নিজ ফেসবুক একাউন্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে হুমকিদাতার মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেন তিনি।

হিরো আলম জানান, তার হোয়াটসঅ্যাপে নম্বরে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে অচেনা একটি নম্বর থেকে প্রথমে মেসেজ দেওয়া হয়। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। হোয়াটসঅ্যাপে হিরো আলমকে উদ্দেশ্য করে বলা হয়, যে তুই সাবধানে থাকিস। কতটুকু পড়ালেখা করছোস, তুই আসিফ মাহাতাব স্যারকে নিয়ে বাজে মন্তব্য করলি। তুই আমার পরিচয় নিবিনি বল। আমি দুইদিনের ভেতরে তোরে প্রকাশ্যে মারমু, দেখি তোর কোন বাপে ঠেকায়। এরপর ওই নম্বর থেকে আবারও মেসেজ দেয়। সেখানে লেখা হয়, তোর কতটুকু শক্তি আছে আমি দেখমু। এই মেসেজের ৩ মিনিট পরেই একটা পিস্তলের ছবি পাঠানো হয়। আর সেখানে গালি দিয়ে লেখা হয়, প্রকাশ্যে তোকে গুলি করমু

হিরো আলম আরও জানান, আমি এখন ঢাকায় আছি। এ বিষয়ে থানায় অভিযোক করব। আর আসিফ মাহতাব স্যারকে নিয়ে আমি কোনো আজে-বাজে মন্তব্যও করিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ