রাজধানীর হাতিরঝিলে একটি সিএনজিচালিত অটোরিকশার সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালকের মৃত্যু হয়েছে।সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে হাতিরঝিলের রামপুরা লাগোয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম মো: আশরাফ হোসাইন (৪২)।
জানা গেছে, এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানের চিকিৎসক সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রতক্ষদশী মুজাহিদুল ইসলাম বলেন, যাত্রী নিয়ে ওই সিএনজি চালক হাতিরঝিলের মাই টিভি ভবনের সামনের দিয়ে যাচ্ছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ সিএনজিটি উল্টে যায়। এতে দুইজন যাত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন চালক। দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহতর বিষয়ে, ঢামেক হাসপাতালেরপুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এ বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি। তিনি আরও জানান, নিহত ব্যক্তির সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় জানা গেছে, তার নাম মো: আশরাফ হোসাইন, বাবার নাম মো: তোফাজ্জল হোসাইন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।