শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

৩ কন্যাশিশুকে বিষ খাইয়ে নিজেও বিষ খেলেন মা, এক শিশুর মৃত্যু

বিশেষ সংবাদ

গোপালগঞ্জের কাশিয়ানীতে শাশুড়ির মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে নিজের ৩ কন্যাশিশুকে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়েছেন এক মা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে মা এবং ৩ শিশুকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৩১ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছর বয়সী ছোট মেয়ে মিমের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূতে জানা গেছে, ১০ বছর আগে কাশিয়ানী উপজেলার লংকারচর গ্রামের মো: টিটু মোল্যার সাথে বিয়ে হয় একই উপজেলার খাগড়াবাড়ি গ্রামের পলি বেগমের। তারপর থেকে বিভিন্ন সময় শাশুড়ি সেকেলা বেগম পলির বাবার একাধিক বিয়ে করার বিষয় নিয়ে তার ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। মঙ্গলবার সকালে শাশুড়ি তাকে নানা রকম গালমন্দসহ বাবার বিয়ের বিষয় নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করেন।

পলি তা সহ্য করতে না পেরে এদিন দুপুরে জমিতে ব্যবহারের কীটনাশক পান করেন। পরে চামচে করে একে একে ৮ বছরের মেয়ে আফসানা, আড়াই বছরের আমেনা এবং দেড় বছরের মিমকে ওই বিষ পান করান।

এ বিষয়টি টের পেয়ে স্থানীয়রা মা ও ৩ কন্যাশিশুকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আফসানা এবং আমেনাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ