শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

ঢাকার দোহারে ছুরিকাঘাতে আহত পিয়াসের মৃত্যু, গ্রেফতার ১

বিশেষ সংবাদ

ঢাকার দোহারে ছুরিকাঘাতে আহত পিয়াসের মৃত্যু হয়েছে। নিহত পিয়াস (১৮) নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের মো: মুকুল শরীফের ছেলে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় পিয়াসের মৃত্যু হয়।

জানা গেছে, শনিবার (০৩ জানুয়ারি) দোহার উপজেলার দোহার মাছ বাজারে পূর্ব শত্রুতার জের ধরে দোহার ঘাটা গ্রামের মো: আবুল আকনের ছেলে মো: রাফিদ পিয়াসকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও তার অবস্থার অবনতি হলে রবিবার (০৪ ফেব্রুয়ারি) পিয়াসকে জাপান বাংলাদেশ ফেন্ডশিপ হসপিটালের আইসিইউতে ভর্তি করা হলে সোমবার সকাল ১১টার দিকে পিয়াস সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকার দোহারে ছুরিকাঘাতে আহত পিয়াসের মৃত্যুর বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ম: আশরাফুল আলম জানান, এ ঘটনায় রাফিদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে ১৪৪ ধারার এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ