ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে। মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর ব্যাপক যুদ্ধ চলছে। এতে গুলি ও মর্টার শেলের শব্দে বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।
ইতিমধ্যে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম সীমান্ত এলাকায় দুই জন নিহত হয়েছেন। এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় পাওয়া গেল ১টি অবিস্ফোরিত মর্টারশেল।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঘুমধুম ইউপির ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রাম থেকে মর্টারশেলটি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নয়াপাড়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় ১টি অবিস্ফোরিত মর্টার শেল দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা এসে মর্টার শেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো: মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত ১টি মর্টার শেল পাওয়া গেছে এবং মর্টার শেলটি বিজিবির সদস্যরা উদ্ধার করে নিয়ে গেছে।