গোপালগঞ্জ সদর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগে মো: হারুন মিনা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার ফুকরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (ফেব্রুয়ারি) সকালে মো: হারুন মিনার ছোট ভাই টুকু মিনা ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে হারুন মিনাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। এ মামলার অপর ২ জন আসামি হলো, হারুন মীনার স্ত্রীর দুলু বেগম এবং মেয়ে ময়না। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে গোপীনাথপুর পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আশরাফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ছোট ভাই টুকু মীনার সাথে বসতবাড়ি নিয়ে বড় ভাই হারুনের বিরোধ ছিল। এর জেরে প্রায়ই বিভিন্ন বিষয়াদি নিয়ে ২ পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।
রবিবার সন্ধ্যার দিকে হারুনের উঠানে দাঁড়িয়ে টুকু মীনার মেয়ে এসএসসি পরিক্ষার্থী লামিয়া আক্তার মোবাইলে তার দুলাভাইয়ের সাথে কথা বলছিলো। এ সময় ভাতিজি লামিয়াকে চাচা হারুন তার উঠান থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে লামিয়া ও তার মা বিউটি বেগমকে নিয়ে নানা রকম গালিগালাজ করতে থাকেন হারুন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ২ জনকে কাতরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়ে দু’জনকেই মৃত ঘোষণা করেন।