দিনাজপুরের বিরামপুরে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে মো: শফিকুল ইসলাম নয়ন (৪০) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বিরামপুর নতুন বাজারের মো: হাসান আলীর ছেলে নিহত নয়ন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস এবং সেখানে কাপড়ের ব্যবসা করতেন। শনিবার (০৯ মার্চ ) সকাল ১১টার দিকে বিরামপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, শনিবার পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি সকাল সাড়ে ১১টায় বিরামপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় শফিকুল ইসলাম নয়ন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্লাট ফরমের নিচে পড়ে যান।
এতে ট্রেনের উপর্যপরি ধাক্কায় তার শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে যায়। পরে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বিরামপুরে ১টি মাহফিলে যোগ দিয়ে ঢাকায় ফেরার সময় ট্রেন উঠতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
দিনাজপুরের বিরামপুরে ট্রেনে ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যুর বিষয়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) হিলি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো: রফিকুল ইসলাম বলেন, সুরতহাল শেষে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হবে।