কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০০ বিঘা জমির পানবরজ ও বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। রবিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট গ্রামের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গেছে, এ ঘটনার খবর পেয়ে কুষ্টিয়াসহ আশপাশের ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শরীফুল ইসলাম।
কুষ্টিয়ার ভেড়ামারায় আগুনে পুড়ল ৭০০ বিঘা পানবরজ, ক্ষতি ১০০ কোটি টাকা এ বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শরীফুল ইসলাম জানান , আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনও জান যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি। এ ব্যপারে ওই এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনে প্রায় ৭০০ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে এবং পুড়েছে বেশ কয়েকটি বসতঘরও। এতে তাদের ধারণা করা হচ্ছে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।