বগুড়ার শেরপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভায়রা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দয়ের করে শুক্রবার (১৫ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, নুরুল ইসলাম (২৮) উপজেলার ভায়রা গ্রামের নুর হোসেনের ছেলে, তাপস চন্দ্র শীল একই গ্রামের বীরেন শীলের ছেলে এবং আফরুল ইসলাম (৩০) ছোনকা চন্ডিপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশের একটি দল উপজেলার ভায়রা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে ৩ জনকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। দীর্ঘ দিন থেকে তারা মাদক কারবারের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
বগুড়ার শেরপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতারের বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ জানান, বৃহস্পতিবার রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দয়ের করা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আগের কোন মামলা আছে কিনা অনুসন্ধান চলছে।