দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি পরিবারের ৭টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ঘরের টিনের চালা ও আসবাবপত্রসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দুই পরিবারের দাবি। শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিংড়া ইউপির রানীগঞ্জ বাজারের দক্ষিন দেবীপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ও সিংড়া ইউপির চেয়ারম্যান মো. সাাজ্জত হোসেনসহ অনেকে।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক মো: আব্দুল হাই জানান, শুক্রবার তারাবির নামাজ পড়ে বাড়িতে এসে শুয়ে পড়েন। পরে রাত সাড়ে ১১দিকে দেখেন তার পূর্ব দুয়ারি ঘরের টিনের চালায় আগুন জ্বলছে। এসময় স্ত্রীসহ তিনি ঘর থেকে বের হয়ে এসে প্রতিবেশী লাইলী বেগম ও তার পরিবারের সদস্যদের ডেকে নেন ও স্থানীয় লোকজনদের ডাক দেন।
পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে অবগত করলে তারা এসে স্থানীয় লোকজনের সাথে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু পানি সংকটের কারণে আগুন নেভাতে বিলম্ব হয়। ফলে মুহূর্তেই বাড়ির বাকি ৩টি ঘরের টিনের চালা, আলমারি, খাট, ফ্রিজ, টিভিসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় প্রতিবেশী লাইলী বেগমেরও ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা হতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।