শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল করিম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল করিম উপজেলার কুতুবাকুড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
জানা গেছে, রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলার কুতুবাকুড়া এলাকার নিজ বেগুন ক্ষেতে পানি দিতে যান কৃষক করিম। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা সেচকাজে ব্যবহৃত মটর স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল করিম। পরে তার স্ত্রী ও ছেলে এসে দ্রুত তাকে উদ্ধার করে নন্নী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু’র বিষয়ে নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন চৌধুরী জানান, নিজ বেগুন ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল করিমের মৃত্যু হয়।