পূর্ব আফ্রিকার কেনিয়ায় শীর্ষ এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সাথে একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১১ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আরও ৪২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী শহর ভইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাসের চালক মোটর গাড়ির ১টি বহরকে ওভারটেক করার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ডানদিকে ছিটকে পড়ে। এ সময় ওই অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাসটিতে শিক্ষার্থীসহ মোট ৫৮ জন যাত্রী ছিল।
কেনিয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটিতে করে পূর্ব আফ্রিকার কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসায় যাওয়ার পথে রাজধানী নাইরোবি থেকে ৩৬০ কিলোমিটার (২২০ মাইল) দূরে মংগু নামক স্থানে সোমবার (১৯ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ১০ জনের মত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ১ জন মারা যান। এ দুর্ঘটনায় আরও ৪২ জন গুরুতর আহত হয়েছেন।