ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে পাবনা জেলার ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, ওই গ্রামের মো: আব্দুর রাজ্জাকের ছেলে ও চালকলের মালিক মো: জাহাঙ্গীর আলম (৩৭)। অপর নিহত গোপাল নগর গ্রামের মোছা: পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেন (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ধানের চাতালে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চাতালের মালিক জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হন।
অপর শিশু সন্তান তারেক হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বয়লার বিস্ফোরণের বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। আমিসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।