মৌলভীবাজারে বসতঘরে বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৪টার দিকে জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব গোয়ালবাড়ি এলাকার মো: ফয়জুর রহমান পরিবারের ৬ সদস্যসহ একটি টিনের ঘরে বসবাস করতেন। ওই ঘরের উপর দিয়ে উচ্চ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন ৩৩ হাজার কেভি পল্লী বিদ্যুতের লাইন ছিলো। সেহরির পরে ঝড়-বৃষ্টি হলে বিদ্যুতের তার ছিড়ে তাদের ঘরের চালে ওপর পড়ে আগুন লেগে যায়। এতে
এই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় ৬ বছরের শিশু সোনিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন, ফয়জুর রহমান, স্ত্রী শিরিন বেগম, বড় মেয়ে সামিয়া (১৬), মেঝ মেয়ে সাবিনা (১৩) ও ছেলে সায়েম (৮)।
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যুর বিষয়ে জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।