খাতিজা আকতার (২২) নামে এক গৃহবধূ একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন। বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেকাহার তেলিপাড়া গ্রামের ট্রাক চালক রিপনের স্ত্রী তিনি।
শনিবার (২৩ মার্চ) দুপুরে বগুড়ার টিএমএসএস হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ওই ৩ সন্তানের জন্ম দেন খাদিজা আক্তার নামের এক গৃহবধূ । জন্ম নেওয়া শিশুদের মধ্যে ১ ছেলে ও ২ মেয়ে। বর্তমানে ওই সন্তানদের হাসপাতালে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। বর্তমানে ৩ সন্তান ও তার মা (প্রসূতি) সুস্থ অবস্থায় রয়েছেন।
সন্তানদের পিতা রিপন বলেন, আলট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে প্রথমে তারা জমজ সন্তানের কথা জানতে পারে। কিন্তু সিজার করার পর পাওয়া গেল ৩ সন্তান। রিপন একজন সীমিত আয়ের মানুষ। ট্রাক চালিয়ে কোনমতে জীবিকা নির্বাহ করেন।
প্রসুতি এবং সন্তানের পিছনে দিনে অনেক টাকা-পয়সা খরচ করতে হচ্ছে। এছাড়া হাসতালের ডাক্তাররা ৩টি শিশুকে সুস্থ রাখার জন্য সার্বক্ষণিক নজর রাখছেন। উল্লেখ্য খাতিজা আকতার এই প্রথম সন্তানের মা হলেন।