মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

শেরপুরের সুঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবু হাসান

বিশেষ সংবাদ

দীর্ঘদিন ধরে চলমান প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু হাসান। এর আগে তিনি ২ ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান-২ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সরকার বিভাগের বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগের অফিস আদেশে গত মঙ্গলবার (৪ মার্চ) প্যানেল চেয়ারম্যান-১ নুরনবী মন্ডল হিটলারের স্থলে আবু হাসানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সুগঠিত প্রশাসনিক কাঠামো না থাকায় ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা প্রায় স্থবির হয়ে পড়েছিল। নিয়মিত মাসিক মিটিং না হওয়া, রেজুলেশন না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় পরিষদে কার্যত অচলাবস্থা তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ মামলাজনিত কারণে পলাতক থাকায় ২০২৩ সালের ৫ আগস্ট প্যানেল চেয়ারম্যান-১ নুরনবী মন্ডল হিটলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। কিন্তু দায়িত্ব গ্রহণের পর তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ইউপি সদস্যরা গত ১৪ জানুয়ারি কার্যনির্বাহী সভায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন

এই অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। উপজেলা প্রকৌশলী, সমাজসেবা ও শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে নুরনবী মন্ডলের বিরুদ্ধে অনিয়মের সত্যতা মেলে, যার ফলে তাকে অপসারণ করা হয়। নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের ফলে পরিষদের দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন কুমার দত্ত বলেন, “পরিষদের মাসিক মিটিং ও রেজুলেশন না থাকায় ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন সহায়তা প্রকল্পের বরাদ্দ অর্থ ফেরত যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। এছাড়া, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প, প্রতিবন্ধী ও গর্ভবতী ভাতার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। নতুন নেতৃত্ব আসায় এসব জটিলতা কেটে যাবে এবং নাগরিক সেবা স্বাভাবিক হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান বলেন, “সংশ্লিষ্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যরা অনিয়মের অভিযোগ তুলেছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়েছে এবং নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এতে পরিষদের কার্যক্রম পুনরায় সচল হবে এবং নাগরিক সেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিটিভির ‘জনতার সামনে’ অনুষ্ঠান ঘিরে বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ মন্ত্রণালয়ের

বিটিভির সম্প্রচারিত একটি অনুষ্ঠানে সরকারের কার্যক্রমবিরোধী বক্তব্য তুলে ধরা হয় বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত আলোচনাধর্মী অনুষ্ঠান ‘জনতার সামনে’-এর একটি পর্ব ঘিরে বিতর্কের...

টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার মামলা খারিজ

জনপ্রিয় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। রোববার (১৩ জুলাই) বিচারক নুরে আলমের আদালত...

জনপ্রিয়

অপরাধ

গোপালগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাস গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গতকাল রোববার...

চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিবা লামিয়া তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ জুলাই) সকাল...

আদালতে নেওয়ার পথে জনতার রোষানলে সাবেক কাউন্সিলর, ডিম ও জুতা নিক্ষেপ

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শুভ ইমরানকে (৩০)...

গোপালগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাস গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাকে...

চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিবা লামিয়া তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,...

আদালতে নেওয়ার পথে জনতার রোষানলে সাবেক কাউন্সিলর, ডিম ও জুতা নিক্ষেপ

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১ নম্বর...

শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ পৌর শাখার কমিটি গঠন

বগুড়ার শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে শ্রী...