বগুড়ার শেরপুর পৌর শহরের কর্মকার পাড়ার বাসিন্দা এবং শিল্পী ষ্টোরের প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র মোহন্ত (৭৪) আর নেই।বার্ধক্যজনিত কারণে শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে সাতটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, সাধন চন্দ্র মোহন্ত ও মানিক চন্দ্র মোহন্ত এবং এক মেয়ে শিল্পী মোহন্তসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শেরপুরের ব্যবসায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন।
গোপাল চন্দ্র মোহন্ত শিল্পী ষ্টোরের মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসা জগতে অবদান রেখে গেছেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।