লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্যালিকার হাতে প্রাণ হারিয়েছেন দুলাভাই দুলু মিয়া (৩৫)। স্থানীয়দের ভাষ্য, পরকীয়ার সন্দেহ থেকেই পারিবারিক কলহ শুরু হয়, যার পরিণতিতে ঘটে এই হত্যাকাণ্ড।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোটমারী হাজরানীয়া সদর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া ওই এলাকার শওকত আলীর ছেলে। অভিযুক্ত শ্যালিকা চাঁদনী (১৬) এসএসসি পরীক্ষার্থী এবং একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে।
ঘটনার সূত্রপাত হয় বুধবার সন্ধ্যায়। সেদিন দুলু মিয়া বাড়ি ফিরে দেখেন, তার স্ত্রী মনি বেগম মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছেন। হঠাৎ স্বামীকে দেখে তিনি ফোন থেকে নম্বর ডিলিট করে দেন। এতে সন্দেহ দানা বাঁধে দুলু মিয়ার মনে। দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পাশেই থাকা শ্যালিকা চাঁদনী ক্ষিপ্ত হয়ে কাপড় কাটার কাঁচি দিয়ে দুলু মিয়ার গলায় আঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত চাঁদনী পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। তিনি বলেন, “ঘটনাটি স্পর্শকাতর। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


