পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের ওপর নৃশংস হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় গুরুতর আহত বিপুল মিত্রের হাত ও পা ভেঙে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে বিপুল মিত্র নিজস্ব মোটরসাইকেলযোগে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় গতিরোধ করা হয়। ৭-৮ জন যুবক ৩-৪টি মোটরসাইকেলে এসে প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তার দুই পা ও ডান হাত ভেঙে যায়।
স্থানীয়রা আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, সরদার কামরুজ্জামান চাঁন ও জিয়াউল ইসলাম খান নির্দেশ দিয়ে ১০-১২ জন যুবক এ হামলা চালিয়েছে। এ ঘটনার পেছনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিরোধ ছিল বলে ধারণা করা হচ্ছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় সরদার কামরুজ্জামান চাঁনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।”